ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পতেঙ্গায় তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ২৯ এপ্রিল ২০২১

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে তেলবাহী একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আলমগীর ও নেজাম উদ্দিন নামের দুজনের মুত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন আরও তিনজন।

কর্ণফুলী নদী সংলগ্ন গুপ্তখাল এলাকায় অবস্থান করা ইরাবতি জাহাজে আজ বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে নৌবাহিনী, বন্দর ও ফায়ার সাভির্সের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার সকালে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর জাহাজের ভেতর অবস্থান করা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বন্দরকে জানায়। পরে নৌবাহিনী, বন্দর ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি