ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে হুইল চেয়ার ও সেমাই চিনি বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৫, ২৯ এপ্রিল ২০২১

জয়পুরহাটে লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সেমাই চিনি বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে শহরের প্রফেসর পাড়ার লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কার্যালয় চত্বরে পাঁচজনকে হুইল চেয়ার ও ২শ’ প্রতিবন্ধী পরিবারের হাতে সেমাই চিনিসহ ঈদ সামগ্রী তুলে দেন জয়পুরহাট পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুইয়া।

এ সময় লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি জাকারিয়া মণ্ডল শিমুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা এনজিও সমন্বয় কমিটির উপদেষ্টা নন্দলাল পার্শী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা ও পৌর কাউন্সিলর পাপিয়া।

এসময় পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুইয়া বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। সমাজের বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি