ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লিচু পাড়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা, আটক ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৬, ২৯ এপ্রিল ২০২১

নোয়াখালীর কবিরহাটে লিচু পাড়াকে কেন্দ্র করে ছোটভাইর বিরুদ্ধে বড়ভাই সফি উল্যাহকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ছোটভাই তাজুল ইসলাম ও ভাতিজা মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে তাজুল ইসলাম ও মামুনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার (২৮ এ্রপ্রিল) বিকেলে নিহত সফি উল্যাহর লিচু গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে তার ছোটভাই তাজুল ইসলামের পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় তাজুল ইসলামের পরিবারের লোকজনের পিটুনিতে ঘটনাস্থলে মারা যান সফি উল্যাহ। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, মামলায় তিনজনকে আসামী করা হয়েছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে মামলার আসামী তাজুল ইসলাম ও মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
এএইচ/এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি