ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে গণপরিবহনের ৬শ’ শ্রমিককে ত্রাণ সহায়তা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ২৯ এপ্রিল ২০২১

মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া গণপরিবহন শ্রমিকদেরকে ত্রাণ সহায়তা প্রদান করেছে গাজীপুর জেলা প্রশাসন। 

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

শহরের রাণী বিলাসমনি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ৬শ’ গণপরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৮ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল ও ২ কেজি লবণ।

ত্রাণ সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ, গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, রানী বিলাসমণি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহিনা বেগমসহ অন্যান্য কর্মকর্তাগণ।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি