ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুই সবজি বিক্রেতা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৭, ১ মে ২০২১ | আপডেট: ১৩:৫৯, ১ মে ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় দুই সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১ মে) সকালে উপজেলার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দড়িকান্দি এলাকার কবির হোসেন ও নাজিরহাট এলাকায় আমির হোসেন। আহতরা হলেন মো. খলিল (৫০) ও আল আমিন (৪০)।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, ভোরে তারা ৪ জন সবজি নিয়ে বাজারের যাওয়ার জন্য রওনা হন। তাদের পিকআপ ভ্যানটি দড়িকান্দি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি অজ্ঞাত নামা গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

এসময় ঘটনাস্থলে কবির হোসেনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় অপর ৩ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে আমির হোসেন মারা যান। আহত অন্য দু’জন হাসপাতালে ভর্তি রয়েছেন। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতদের লাশ নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি