ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মোরেলগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেখার নামাজ আদায়

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৬, ১ মে ২০২১

বাগেরহাটের মোরেলগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেখার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় অংশগ্রহণকারীরা আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বৃষ্টি জন্য কাকুতি-মিনতি করেন।

শনিবার (১ মে) মোরেলগঞ্জ উপজেলা সরকারি মজিদ মেমোরিয়াল কলেজ মাঠে উপজেলা ইমাম সমিতির আয়োজনে এই নামাজ আদায় করা হয়। নামাজের ইমামতি করেন সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মতিন। 

এসময় মোরেলগঞ্জ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, সরকারি মজিদ মেমোরিয়াল কলেজ মসজিদের ইমাম জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ সহস্রাধিক মুসল্লী এই ইস্তেখার নামাজে অংশগ্রহণ করেন।

মোরেলগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মতিন বলেন, ইস্তেখার নামাজ আদায় করে আমরা আল্লাহর কাছে পানা চেয়েছি। বৃষ্টির রহমত দেওয়ার জন্য আল্লাহর দয়া ভিক্ষা চেয়েছি। আজকের মধ্যে যদি বৃষ্টি না হয়, তাহলে আগামীকালও একই সময় একই জায়গায় নামাজ আদায় করব। আগামীকালও যদি বৃষ্টি না হয় তাহলে সোমবার সকালেও একইভাবে নামাজ আদায়ের আশা প্রকাশ করেন তিনি।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি