ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ১ মে ২০২১

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে করোনায় কর্মহীন অসহায় চার শতাধিক শ্রমজীবীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১ মে) দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়ামে বিভিন্ন শ্রেণী পেশার অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জান্নাত আরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সুলতানা, তথ্য অফিসের উপ-পরিচালক নুরন্নবী খন্দকার বাবলা, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু, সাইদ হাসান লোবান প্রমুখ।

প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি লবন, নুডলস ও প্যাকেট দুধ দেয়া হয়।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি