ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রৌমারী সীমান্তে  বিএসএফ`র হাতে বাংলাদেশি যুবক আটক 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৪, ১ মে ২০২১

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে রাশেদুল মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী  বিএসএফ। শুক্রবার (৩০ এপ্রিল)  রাত ৮টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী নামক সীমান্তের আন্তর্জাতিক পিলার-নং ১০৫৬ -এর নিকট থেকে তাকে আটক করে।

আটক রাশেদুল উপজেলার দাঁতভাঙ্গা  ইউনিয়নের ছাটকড়াইবাড়ী  গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল মিয়া চোরাই পথে ভারত থেকে গরু পাচার করে আনার জন্য সীমান্তে যান এসময় ভারতের গুটালু ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছে দাঁতভাঙ্গা ইউনিয়নের ১নং ইউপি সদস্য (মেম্বার) মো. মিজানুর রহমান মিজান।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি