ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নবীনগরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৭, ১ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পরিবহন শ্রমিক, অসচ্ছল ও হতদরিদ্রসহ ১ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা দেয়া হয়েছে। 

শনিবার সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। 

এ সময় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

ত্রাণ বিতরণ শেষে উপজেলা খাদ্য গুদামের সামনে সাংসদ এবাদুল করিম ও জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে রোরো ধান ২০২১ সংগ্রহ অভিযানের উদ্ধোধন করেন। নবীনগর ধান সংগ্রহের লক্ষমাত্রা ২৩৭৮ মে.টন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি