ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে তিনজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ১ মে ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ উল্টে ৩ সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ উল্টে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তিনজন মারা যান।

নিহতরা হলেন সোনারগাঁওয়ের দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন, নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোটালিয়া এলাকার আল আমিন। আহতদের নাম পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, এ পাঁচজন উপজেলার সনমান্দি ইউনিয়ন থেকে সবজি সংগ্রহ করে বিভিন্ন বাজারে বিক্রি করেন। শনিবার একইভাবে সবজি নিয়ে তারা বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা সবজি বহনকারী পিকআপের উপর বসেন। 

গাড়িটি ইউটার্ণ নেয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান এটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপটি উল্টে যায়। এসময় ৫ জনই গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনজন মারা যান এবং বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার জন্য দায়ি কাভার্ডভ্যান ও চালক পালিয়ে গেলেও তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি