ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৩, ২ মে ২০২১ | আপডেট: ১৮:২৩, ২ মে ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম হোসেন আপন (১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বরিশাল সেবাচিমে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার (২ মে) ভোর রাতে উপজেলার টিয়াখালী ইউপির বাদুরতলী ফিসারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আপন খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়ার পুত্র।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে সেহরী খাওয়ার জন্য আপন বালিয়াতলীর উদ্দেশ্যে রওয়ানা হয়। এসময় বাদুরতলী স্লুইস গেট এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ঘরের উপর ছিটকে পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বরিশাল সেবাচিমে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি