অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে নিরাপত্তা জোরদার
প্রকাশিত : ১৭:০৮, ২ মে ২০২১ | আপডেট: ১৭:৩১, ২ মে ২০২১
ভারতে করোনা পরিস্থিতি বেশ খারাপ হওয়ায় ভারতের সঙ্গে ১৪ দিন সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এই অবস্থায় দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শওকত আলী বলেন, করোনার কারণে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট বন্ধ থাকায় হিলি সীমান্ত দিয়ে পাসপোর্টে দুদেশের মাঝে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সব সময় সীমান্তে সতর্কাবস্থায় থাকে। এরপরেও সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসতে না পারে এলক্ষ্যে সীমান্তে দায়িত্বরত সকল সদস্যকে সতর্ক করে দেওয়া হয়েছে।
নিয়মিত টহলের পাশাপাশি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বিজিবির পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয় যাতে ভারত থেকে অবৈধপথে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে বা বাংলাদেশ থেকেও ভারতে যেতে না পারে।
কেআই//
আরও পড়ুন