ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দোহারে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২০, ২ মে ২০২১

ঢাকার দোহারে অভিযান মো. রবিন (৩০) ও মো. হৃদয় মাঝি (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রোববার উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে রবিনকে হেরোইন ও হৃদয়কে ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত রবিন উপজেলার মইতপাড়ার (৭নং ওয়ার্ড) মৃত ইছাহাক চৌকদারের এবং হৃদয় মাঝি মৌড়া’র (৮নং ওয়ার্ড) মৃত আরতর আলী মাঝির ছেলে।

রোববার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বেলা সোয়া ১২টায় দোহারের মইতপাড়া পল্লীবাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় মাদক বেচাকিনির সময় ১৬০০ গ্রাম হেরোইনসহ রবিনকে গ্রেপ্তার করে র‌্যাব। 

একই দিন দুপুর পৌনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ হৃদয় মাঝিকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি