ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় দুস্থকে স্বাবলম্বী করতে ১০০ সেলাই মেশিন বিতরন

নওগাঁ প্রতিনিধি: 

প্রকাশিত : ২১:২২, ২ মে ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁয় অসহায় দুস্থ নারীদের স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার লক্ষে ১শত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে শহরের টাইম স্কয়ার কমিউনিটি সেন্টারে ইথেন এন্টারপ্রাইজের স্বাত্বাধিকারী ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল নিজস্ব তহবিল থেকে এই সেলাই মেসিন বিতরণ করা হয়। 

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন। 

এসময় উপস্থিত ছিলেন ইথেন এন্টারপ্রাইজের স্বাত্বাধিকারী ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, চেম্বারের পরিচালক আব্দুল খালেক ও দিপক কুমার সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীসহ অন্যান্যরা। উল্লেখ্য যে,গত ৫ বছর ধরে ইকবাল শাহরিয়ার রাসেল রোজার সময় এসব সেলাই মেশিন বিতরন করে আসছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি