ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

শিবচরে বাল্কহেডের ধাক্কায় স্পিডবোট ডুবিতে ১৭ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ৩ মে ২০২১

মাদারীপুরে শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় একটি স্পিডবোট দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহত ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

সোমবার (০৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্পিডবোটের যাত্রী ছিল বলে জানা গেছে। 

কাঁঠালবাড়ী নৌপুলিশ সূত্রে জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। স্পিডবোটটি কাঁঠালবাড়ী (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে এলে নদীতে থাকা একটি বাল্কহেডের (বালু টানা কার্গো) পেছনে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

কাঁঠালবাড়ী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনটি শিশু ও এক নারীকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কতজন বোটে ছিলেন তা জানা যায়নি। উদ্ধার কাজ চলছে।

তিনি আরও বলেন, স্পিডবোটটি মাঝারি ধরনের। ধারণা করা হচ্ছে, বোটে ১৪ থেকে ১৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর চালকসহ অন্যান্যদের পাওয়া যায়নি। আহত দু’জনের কাছ থেকেও এখনো কোনো তথ্য পাইনি।  

উল্লেখ্য, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার পাশপাশি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে এরই মধ্যে কিছু অসাধু স্পিডবোট চালক অবৈধভাবে যাত্রী পারাপার করে আসছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি