ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীর হাসপাতালগুলোতে আইসিইউ সংকট (ভিডিও)

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮, ৩ মে ২০২১

Ekushey Television Ltd.

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীর হাসপাতালগুলোতে দেখা দিয়েছে আইসিইউ সংকট। এক্ষেত্রে উচ্চ প্রবাহযুক্ত সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার উপর গুরুত্বারোপ করছেন বিশেজ্ঞরা। তাই সেন্ট্রাল অক্সিজেন প্রবাহ নিশ্চিতের উপর জোর দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নিয়ে যেসব রোগী ভর্তি হচ্ছেন, তাদের সবারই প্রয়োজন পড়ছে অক্সিজেনের। তাদের মধ্যে অনেকেরই লাগছে ‘হাই ফ্লো নেজাল ক্যানোলা’ বা উচ্চ প্রবাহযুক্ত অক্সিজেন। লাগছে আইসিইউ সাপোর্টও।

হাসপতাল কর্তৃপক্ষ বলছে, গত বছর সিলিন্ডারের অক্সিজেন দিয়ে চিকিৎসা নিশ্চিত করা গেলেও এবারের চিত্র ভিন্ন।  

রামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, সেসিয়েশন কমে যাচ্ছে এবং একটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে, তাদেরকে ঘন ঘন অক্সিজেন দিতে হচ্ছে। সেজন্য সেন্ট্রাল অক্সিজেনের সাপোর্ট ছাড়া এটা নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ওয়ার্ডে আগে থেকেই যদি প্রয়োজনীয় প্রবাহের অক্সিজেন সরবরাহ করা যায় তাহলে আইসিইউ’র উপর চাপ কমবে। 

এনেস্থেসিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এ এইচ এম আহসান হাবীব বলেন, বেশী প্রবাহের অক্সিজেনের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আইসিইউ ছাড়াও দেয়া সম্ভব। আমাদের কেন্দ্রীয় সরবরাহের ব্যবস্থাটা যদি ওয়ার্ডে থাকে, তাহলে ওয়ার্ডেই আমরা হাইফ্রো নেজাল ক্যানোলায় উচ্চমাত্রার অক্সিজেন পর্যন্ত দিতে পারি।

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. চিনময় কান্তি দাস বলেন, সবাই সচেতন থেকে যদি কোন লক্ষ্যণ থাকে তাহলে আপনারা পালস অক্সিজেনটা দিয়ে দেখবেন। প্রয়োজনে হাসপাতালে গিয়ে চিকিৎসা বা পরামর্শ নিতে পারেন।

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডগুলোতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে ১০ হাজার লিটার ধারণ ক্ষমতার অক্সিজেন ট্যাংক। 

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, আমাদের এখানে ৭শ’ অক্সিজেন পোর্ট আছে। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, তারপরও আমাদের ২১টি হাই ফ্লো নেজাল ক্যানোলা আছে। এছাড়া আমাদের ৩০টি অক্সিজেন কনসেনট্রেশন রয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে প্রতিদিন গড় অক্সিজেনের চাহিদা প্রায় ৯ হাজার লিটার।
দেখুন ভিডিও :

এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি