ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সরাইলে এক হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ৩ মে ২০২১

সরাইলে করোনাভাইরাস দুর্যোগে ক্ষতিগ্রস্ত কর্মহীন এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২ মে) সকালে সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। এছাড়া বক্তব্য রাখেন সরাইল সার্কেল সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু হানিফ।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা বলেন, এটা কোন ত্রাণ নয় এটা প্রধানমন্ত্রীর উপহার, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাদের অধিকারটুকু আমরা পৌঁছে দিয়েছি মাত্র।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম বলেন, এটা কোন ত্রাণ নয় এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। এটা আপনাদের প্রাপ্য অধিকার, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। 
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি