ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভোলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৯, ৩ মে ২০২১

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের প্রায় ১ হাজার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (৩ মে) সকালে এসব সামগ্রী বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত দিনে কোনো সরকার দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হলো।

এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এর আগে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী লালমোহন উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি