ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১৯, ৩ মে ২০২১

Ekushey Television Ltd.

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত ঠাকুরগাঁওয়ের সহস্রাধিক অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চালসহ নুডুলস, ডাল, তেল, লবণ ও মুড়ি।  

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এসব সামগ্রী দুস্থ মানুষদের মাঝে তুলে দেন।

 এরপর একই স্থানে জেলা প্রশাসক ৩৩৩ হেল্পলাইনে আবেদনের প্রেক্ষিতে আরো ৫০ জন দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ও পৌর মেয়র আঞ্জুমানারা বেগমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি