ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সীতাকুণ্ডে হতদরিদ্রদের মাঝে সাংসদ দিদারের ঈদ উপহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ৪ মে ২০২১

সীতাকুণ্ডের সাংসদ ও আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।

সোমবার (৩ মে) সকাল ১০টায় উপজেলার পৌরসভা, ১নং সৈয়দপুর ইউনিয়ন, ৪নং মুরাদপুর ইউনিয়ন ও উপজেলার প্রতিবন্ধীদের মাঝে  সাংসদ দিদারুল আলম উপহার বিতরণ করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বদিউল আলম, উত্তরজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন বাবলু, সদস্য মহিউদ্দীন মন্জু, আওয়ামী লীগ নেতা জুলফিকার আলি শামিম, জাহাঙ্গীর ভুইয়া, রুহুল আমিন, জালাল আহমেদ, মফিজুর রহমান, হারাধন বাবু, দিদারুল আলম এ্যাপোলো, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, ব্যবসায়ী জসিম উদ্দিন প্রমুখ।

সাংসদ দিদারুল আলম বলেন, সীতাকুণ্ডের প্রত্যেকটি ইউনিয়নে হতদরিদ্র মানুষদের রমজানের শুরুতে ইফতার ও সেহেরি সামগ্রী পৌছে দিয়েছিলাম। ঈদের আগে হতদরিদ্র মানুষদের ঈদ উপহার দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলাম। ঈদের আগেই সমগ্র সীতাকুণ্ড উপজেলার প্রত্যোক ওয়ার্ডে, ইউনিয়নে হত দরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার পৌছে দিব। তিনি আরও বলেন, আমৃত্যু আমি সীতাকুণ্ডের মানুষের পাশে আছি। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি