ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে ট্রাক-সিএনজি`র মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

সরাইল প্রতিনিধি

প্রকাশিত : ২২:১১, ৪ মে ২০২১ | আপডেট: ২২:১২, ৪ মে ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর এলাকার জিলুকদারপাড়া নামক স্থানে সিএনজি ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম কাউছার মিয়া। 

মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত কাউছার উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের আজিজুল হকের ছেলে। 
নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সরাইল থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল উচালিয়াপাড়া ও জিলুকদারপাড়ার সীমানার মাঝের স্থানে সিএনজি এবং টাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি যাত্রী কাউছার ঘটনাস্থলে নিহত হয়।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি