ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে বোরো ধান সংগ্রহ শুরু 

মৌলভীবাজার  প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৩৬, ৪ মে ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে অভ্যন্তরীণ বোরো (ধান ও চাল) সংগ্রহ কার্যক্রম ২০২১। মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল ১০নং এলাকার খাদ্য গুদামের এ ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন  করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এম.পি। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াছমিন মুনালিসা সুইটি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকবীর হোসেন ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায় প্রমূখ। 

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াছমিন মুনালিসা সুইটি জানান, চলমান বুরো মৌসুমে মোট এক হাজার এক'শ ৬৮ টন ধান সংগ্রহ করা হবে। যার জন্য দর নির্ধারণ করা হয়েছে ১০৮০ টাকা। তিনি জানান, প্রথম দিনে ৪ টন ধান সংগ্রহ করা হয়েছে।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি