ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফুটবলে কিক মেরে যুবকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৫, ৫ মে ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে বলে কিক মেরে ইলিয়াছ পাহলান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৪ মে) বিকেলে উপজেলার লালুয়া ইউপির মহল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইলিয়াছ নয়াপাড়া গ্রামের ফোরকান পাহলানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকার নান্নু বিশ্বাসের ঘেরে ফুটবল খেলছিলো ইলিয়াছসহ তার বেশ কয়েকজন বন্ধু। এসময় গোল দেয়ার লক্ষ্যে বলে কিক দিয়ে ইলিয়াছ মাটিতে লুটিয়ে পরে। বন্ধুরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. অনুপ কুমার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সেটা এখনও শনাক্ত করা যায়নি।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি