ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৯, ৫ মে ২০২১

করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা দেয়ার উদ্দেশ্যে নোয়াখালী পৌরসভার মেয়রের উদ্যোগে অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। 

বুধবার (৫ মে) সকালে নোয়াখালী পৌরসভা চত্বরে অক্সিজেন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।

মেয়র জানান, পৌরসভার অক্সিজেন ব্যাংক থেকে যে কোনো রোগী এ সেবা নিতে পারবেন। অক্সিজেনের অভাবে যাতে করে কোনো রোগীর মৃত্যু না হয় এ জন্যই এ উদ্যোগ। করোনার সংক্রমণ যতদিন থাকবে পৌরসভা থেকে এ সেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

একই সময় পৌরসভার দরিদ্র মানুষের প্রধানমন্ত্রীর প্রেরিত আর্থিক সহায়তাও প্রদান করা হয়। পৌর এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি