ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রায়হান হত্যা : ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র পিবিআই’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ৫ মে ২০২১

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বুধবার সকাল ১১টায় প্রসিকিউশন পুলিশের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

সিলেট কোতোয়ালী মডেল থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ, মামলার প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ (বরখাস্তকৃত) ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ উজ জামান। তিনি জানান, পুলিশের প্রসিকিউশন শাখা ভার্চুয়াল আদালতের মাধ্যমে প্রতিবেদনটি উপস্থাপন করা হবে।

অভিযুক্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বগইর গ্রামের মো. জাফর আলী ভুঁইয়ার ছেলে উপ পরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন ভুঁইয়া (৩২), ময়মনসিংহের নান্দাইল থানার চামারুল্লাহ গ্রামের আতাউল করিমের ছেলে, সহকারী উপ পরিদর্শক (এএসআই) আশেকে এলাহি (৪৩), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একডালা গ্রামের আব্দুন নূরের ছেলে, পুলিশের কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), সিলেটের বিয়ানীবাজার উপজেলার চন্দ্রগ্রামের অনিল কুমার দাসের ছেলে, পুলিশের কনস্টেবল টিটু চন্দ্র দাস (৩৮), হবিগঞ্জের মোহনপুর গ্রামের আমির হোসেনের ছেলে, উপপরিদর্শক মো. হাসান উদ্দিন (৩২) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও শমসের নগর গ্রামের মো. ইছরাঈল আলীর ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৬)।

অভিযুক্ত ছয় আসামির মধ্যে আকবরসহ চার আসামি রায়হানকে নির্যাতনে সরাসরি জড়িত ছিলেন এবং দুই আসামি মামলার আলামত নষ্ট করা এবং প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবরকে পালাতে সহায়তা করে। পাঁচ আসামি কারাগারে থাকলেও নোমান নামের এক ব্যক্তি পলাতক রয়েছে।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি