ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহী সেফ হোমে নারীর মৃত্যু

রাজশাহী অফিস

প্রকাশিত : ১৬:০১, ৫ মে ২০২১

রাজশাহীর পবায় মহিলা ও শিশু-কিশোর হেফাজতীদের নিরাপদ আবাসনে (সেফ হোম) জুলেখা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৪ মে) রাতে অসুস্থ জুলেখাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েন। সারাদিন তাকে কোন চিকিৎসা হয়নি। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।

হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জুলেখা খাতুন। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেফ হোমের একজন ভিক্টিম ও একজন আনসার সদস্য তাকে রামেক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, হাসপাতালে নেয়ার আগেই ওই নারীর মৃত্যু হয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে।

সেফ হোমের পরিচালক মোছা: লাইজু রাজ্জাক বলেন, ২০১১ সাল থেকে সেফ হোমে রয়েছেন জুলেখা খাতুন। স্মৃতি শক্তি হারানোর কারণে তার কোন পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, কিছুদিন আগে জুলেখা অসুস্থ্য হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। তার চিকিৎসার কাগজপত্র আমাদের কাছে আছে। তিনি অসুস্থ্যই ছিলেন। মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি