ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫২, ৬ মে ২০২১

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় চার কেজি ভারতীয় গাঁজাসহ নাজমা খাতুন (৩০) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (৬ মে) সকালে রামচন্দ্রপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। নাজমা খাতুন খুলনার রুপসা থানার রাজাপুর গ্রামের ফারুক মোল্লার স্ত্রী। বর্তমানে শার্শার নাভারন মাঠপাড়া এলাকায় বসবাস করেন।

গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এজাজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মহিলা মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ভারতীয় গাঁজার চালান নিয়ে রামচন্দপুর গ্রাম হয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। 

মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি