ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গলাচিপায় আকস্মিক বজ্রপাতে নিহত ২

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ৬ মে ২০২১

পটুয়াখালীর গলাচিপায় আকষ্মিক বজ্রপাতে মো. মনির আকন (৩৫) ও মোস্তাফিজ (১৪) নামের ২ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রসহ শিলা বৃষ্টি হলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ওই সময় মনির মাঠের গরু আনতে গেলে এবং মোস্তাফিজ মুগ ডাল তুলে বাড়ী ফেরার সময় বজ্রপাতে তারা দুজনই আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নিহত মনির রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজার সংলগ্ন ছোট চৌদ্দকানী গ্রামের সোবাহান আকনের ছেলে। অপরজন মোস্তাফিজ পানপট্টি ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর পানপট্টি গ্রামের শাহজাদা তালুকদারের ছেলে। 

এ ব্যাপারে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, বজ্রপাতে আহত দুজনই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই তারা মারা যান।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, যেহেতু প্রাকৃতিক দূর্যোগের কারণে তারা দুজনই মারা গেছে, তাই তাদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি