ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মোংলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ৬ মে ২০২১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মোংলায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ মে) সকালে এই উপহার তুলে দেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। 

এদিন সকাল ১০টায় পৌরসভার নয়টি ওয়ার্ডের পাঁচ হাজার ছয়শ’ পরিবারের মধ্যে পাঁচশ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেওয়া হয়। উপহারের মধ্যে ছিল ১০ কেজি চাল ও নগদ সাড়ে চারশ’ টাকা। এসময় পৌরসভার সকল কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 

পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে আছে বর্তমান সরকার। সমাজে পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠীকে ভাল রাখতে প্রধানমন্ত্রী সবসময় আন্তরিক। তাই করোনার দুর্যোগের মধ্যে এসব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন, এটাই মানবতা। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই উপহার পৌরসভার পাঁচ হাজার ছয়শ’ ছয় পরিবারের মাঝে পর্যায়ক্রমে দেওয়া হবে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি