ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নলছিটিতে বোরোধান সংগ্রহ কার্যক্রম শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৬ মে ২০২১ | আপডেট: ১৭:৩৫, ৬ মে ২০২১

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঝালকাঠির নলছিটিতে প্রতি বছরের মতো এবারও বোরোধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) সকালে স্থানীয় খাদ্যগুদামে ধান সংগ্রহের এ কার্যক্রম শুরু করা হয়। 

বোরোধান ক্রয় কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ'লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে ধান ক্রয়ের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোহম্মদ নাজমুল হোসেন ও সিএলএসডি জব্বার আহমেদ প্রমুখ। 

জানা যায়, এবারের বোরো মৌসুমে মোট ৫৪৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধানের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। কার্ডধারী সকল কৃষক এই দামে তাদের বোরোধান বিক্রয় করতে পারবে।

উল্লেখ্য সরকার চলমান বোরো মৌসুমে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল (আতপ ও সিদ্ধ) কেনার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনা হবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি