ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মানসিক ভারসাম্য এক যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৩, ৬ মে ২০২১

কুড়িগ্রামের উলিপুরে মানসিক ভারসাম্য এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক সাজেদুল ইসলামের (২৫) মরদেহ পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (৬ মে) সকালে উপজেলার বামনাছড়া বলদী পাড়া এলাকার বাঁশঝাড়ের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বামনাছড়া সরকারপাড়া গ্রামের কায়সার আলীর ছেলে সাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভূগছিলেন। প্রতিদিনের মত বুধবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু তিনি মনের খেয়ালে রাতেই বাড়ি থেকে বেড়িয়ে যান। পরে সারারাত পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। 

এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। 

পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে কুড়িগ্রামে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি