ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৬, ৬ মে ২০২১

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের বোর্ডবাজার ভুল্লি এলাকার তুষার ফিলিং স্টেশনের সামনে একটি পাথর বোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিজানুর রহমান মিনু (২৪) নামে মটর সাইকেলের এক আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।   

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় মটর সাইকেল আরোহী মিজানুর। সে সদর উপজেলার বোর্ডবাজার মাদারগঞ্জ এলাকার আব্দুর রহমানের ছেলে। 

ঠাকুরগাঁও  হাইওয়ে পুলিশের এস আই মোঃ হাফিজ জানান, ট্রাকটিকে আটক করা সম্ভব যায়নি এবং বৃহস্পতিবার নিহতের লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি