ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ১৯:২৫, ৬ মে ২০২১ | আপডেট: ২০:২৮, ৬ মে ২০২১

জেলার হরিপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমাল উদ্দীন(৩৫) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সে মাদরাসাপাড়ার কুতুবউদ্দিনের ছেলে। 

এ ঘটনায় আমাল উদ্দীনের নাতি মিম(১২), ফুলবাড়ী গুচ্ছ গ্রামের শাইমোদ্দিন (৫৫), নুরবানু (২৮) অসুস্থ হয়ে হরিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে হরিপুর ফুলবাড়ী আদর্শ গুচ্ছ গ্রামের কৃষক আব্দুর রসিদের বাড়িতে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ৪জন শ্রমিক রসিদের বাড়িতে থ্রেসার মেশিন দিয়ে ইরিধান মারাই শুরু করে। ধান মারাই শেষে মেশিনটি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বাড়ির বিদ্যুতের ঝুলন্ত লাইনের তার ছিড়ে থ্রেসার মেশিনের উপর গিয়ে পড়লে সেটি বিদ্যুতায়িত হয় এবং এসময় থ্রেসারে আটকা পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয় এবং অপর তিন শ্রমিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে  হরিপুর হাসপাতালে ভর্তি করে।  

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি