ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোবাইলে কার্টুন দেখতে দেখতে বাড়ির বাইরে গিয়ে লাশ হলো শিশুটি

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৫, ৭ মে ২০২১

নিহত শিশু মুহিবুল্লাহ

নিহত শিশু মুহিবুল্লাহ

Ekushey Television Ltd.

নাটোরের গুরুদাসপুর থেকে মুহিবুল্লাহ নামে ৬ বছরের এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে ওই শিশুর বস্তাবন্দি গলাকা মৃতদেহ উদ্ধার করা হয়। 

নিহত মুহিবুল্লাহ সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক ইসাহক আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের শিশু মুহিবুল্লাহ তার মায়ের সাথে প্রায় এক মাস আগে পার্শ্ববর্তী উপজেলা গুরুদাসপুর উপজেলার সাবগাড়ি গ্রামে নানার বাড়ি বেড়াতে যায়। 

বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে কার্টুন দেখতে দেখতে বাড়ির বাইরে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলেও সে আর ফিরে না এলে সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার কোনও সন্ধান মেলেনি। পরে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে এক ভুট্টার ক্ষেতে তার বস্তাবন্দি গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বস্তবন্দি গলাকাটা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস, সহকারী পুলিশ সুপার (সার্কেল) জামিল মাহমুদসহ ডিবি পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ভুট্টার জমিতে শিশুর বস্তাবন্দি গলাকাটা লাশ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় আনে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। 

হত্যাকারী তার হাতের মোবাইল ফোনটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করে মরদেহটি ফেলে গেছে- বলেই প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে সঠিক কারণ উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ, জানান এই পুলিশ কর্মকর্তা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি