ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে কর্মহীন-অসহায়দের জন্য যুবলীগের ‘ফ্রি হাট’

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১০, ৭ মে ২০২১

করোনা মহামারীতে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে মেহেরপুর জেলা যুবলীগ। ওই সব অসহায় মানুষদের জন্য খুলেছেন ‘ফ্রি হাট’। যেখান থেকে কর্মহীন মানুষেরা বিনা মূল্যে মাছ, শাক-সবজি থেকে শুরু করে কাঁচা বাজার সংগ্রহ করতে পারছেন। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে এ ফ্রি হাটের উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। এ সময় যুবলীগ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। প্রতিদিন সকাল ৯টা থেকে এ ফ্রি হাট চলবে বলেই জানান তারা। 

পৌর মেয়র বলেন, করোনা মহামারীতে মানুষ অসহায় হয়ে পড়েছে। অনেকেই কর্মহীন। সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। নিজের প্রয়োজনীয়তার কথা অনেকেই মুখ ফুটে বলতে পারছেন না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যেলা যুবলীগ। ঈদের আগ পর্যন্ত চলবে এ কার্যক্রম। কোনও অর্থ ছাড়াই অসহায় মানুষ এখান থেকে সবজি, মাছসহ নিত্য প্রয়োজনীয় বাজার সংগ্রহ করতে পারবেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি