ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মান্দায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৬, ৭ মে ২০২১ | আপডেট: ১৯:৫৯, ৭ মে ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মে) সকালে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাজারের অদূরে রাস্তার পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সতিহাট বাজারের অদূরে সকালে রাস্তার পাশে লাশ দেখে থানায় সংবাদ দেন স্থানীয়রা। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি। জব্দকৃত আলামত থেকে লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। 

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (৬ মে) রাতের কোন এক সময় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত মহিলাকে দূরপাল্লার ভারী যানবাহন ধাক্কা দিয়েছে। এতে আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তার এক পার্শ্বে ছিটকে পড়ে মারা যান ওই মহিলা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি