ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দোহারে মাস্ক না পরায় ২০ জনকে জরিমানা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩২, ৭ মে ২০২১

ঢাকার দোহারে মাস্ক না পরায় ২০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলার জয়পাড়া বাজান ও আয়োজন মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র্র।

অভিযানে মাস্ক না পরার অপরাধে ২০ জনকে তিন হাজার আটশত টাকা জরিমানা করা হয়। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন ও জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র্র জানান, করোনা সংক্রমন রোধে এ অভিযান চলমান থাকবে। 
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি