ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

রাজবাড়ী প্র‌তি‌নিধি

প্রকাশিত : ০৯:০৯, ৮ মে ২০২১

দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ঈদকে সামনে রেখে যাত্রীদের চাপ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছ।

শনিবার (৮ মে) সকাল ৬টা থেকে ঘাটে ফেরিসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

‌বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মোঃ খোর‌শেদ আলম ব‌লেন, এরু‌টে ১৬টি ফে‌রি দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। ছোট যানবাহন ও ঘুরমু‌খো যাত্রী‌দের চাপ বেড়ে যাওয়ায় ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার সকাল ৬টা থেকে ফেরিসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। 

তবে রাতে পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে।
এএইচ/এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি