ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাস চাপায় নাটোরে ২ পথচারী নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯, ৮ মে ২০২১

নাটোর শহরের জজ কোর্ট এলাকায় বাস চাপায় এক স্কুল শিক্ষকসহ ২ পথচারী নিহত হয়েছেন। যাত্রীবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরতর আহত হন দুই পথচারী। পরে রাজশাহী মেডিকেলে নেবার পথে তাদের মৃত্যু হয়।

শনিবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক অসিত কর্মকার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার অনিল কর্মকারের ছেলে অন্য পথচারীর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল ছয়টার দিকে বগুড়া থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নাটোর শহরের জজ কোর্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এতে প্রাতঃভ্রমণে বের হওয়া দুই পথচারী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। 

সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে যাবার পথেই তাদের মৃত্যু হয়।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি