কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে কলোনীর ১৫টি কক্ষ
প্রকাশিত : ১৩:১৫, ৮ মে ২০২১
গাজীপুরের কালিয়াকৈরে বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে পুড়ে গেছে ৩টি কলোনীর ১৫টি কক্ষ। ভাড়াটিয়াদের টিভি, ফ্রিজ, তৈজসপত্র পুড়ে গেছে।
শনিবার (৮ মে) সকাল ৯টায় ভাড়াটিয়া তুহিন মিয়ার কক্ষ থেকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে কলোনীর ভাড়াটিয়া তুহিনের স্ত্রী সিলিন্ডার গ্যাসে রান্না করছিল। হঠাৎ ওই সিলিন্ডারটি লিকেজ হয়ে আগুন দাও দাও করে জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে পাশের কলোনীতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আগে।
এ সময়ে কলোনী বেশির ভাগ কক্ষ তালাবদ্ধ থাকায় ভাড়াটিয়াদের টিভি, ফ্রিজ, তৈজসপত্র পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আগুনে কলোনীগুলোর ১৫টি কক্ষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
এএইচ/এসএ/
আরও পড়ুন