ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে মটর শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৯, ৮ মে ২০২১

করোনা মহামারির এই সংকটময় সময়ে আসন্ন ঈদ উপলক্ষে জয়পুরহাটে প্রায় ৬ হাজার কর্মহীন অসহায় ও দুস্থ মটর শ্রমিকদের মাঝে চাল, সেমাই, চিনি, নগদ অর্থসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেছে মটর শ্রমিক ইউনিয়ন। 

শনিবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের হলরুমে স্বাস্থবিধি মেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি