মরিচের বস্তায় লুকানো ১০ কেজি গাঁজাসহ আটক ৩
প্রকাশিত : ০৮:৫১, ৯ মে ২০২১
নাটোরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা ৪ লাখ টাকা মুল্যের ১০ কেজি গাঁজা অভিনব কায়দায় মরিচের বস্তায় ভরে বহন করছিল।
শনিবার (৮ মে) রাতে শহরের স্টেশন বাজার এলাকার একতার মোড় থেকে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলো ইনসার আলী (৫০), মানিক মিয়া (৪২) ও নুর আলম নুরুল(৪০)। এদের মধ্যে দু’জন গাইবান্ধা জেলার এবং অপরজন নাটোরের মাদক ব্যবসায়ী বলে জানায় ডিবি পুলিশ।
আটক মানিক মিয়া গাইবান্ধা জেলার বাটিকমারী এলাকার মৃত জালাল সরকার ও নুর আলম নুরুল একই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে এবং ইনসার আলী নাটোরের বাগাতিপাড়া উপজেলার কসবা মালঞ্চি গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।
নাটোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যার দিকে তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) একটি দল শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে একতার মোড় এলাকা থেকে ইনসার আলী, মানিক মিয়া ও নুর আলম নুরুলকে মরিচের বস্তাসহ আটক করা হয়।
এসময় মরিচের বস্তা তল্লাশী করে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো মরিচের বস্তার ভিতর অভিনব কায়দায় লুকানো ছিল বলে জানান তিনি।
এঘটনায় ওই তিনজনের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এএইচ/
আরও পড়ুন