ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মা দিবসে নলছিটিতে দুঃস্থ মায়েদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ৯ মে ২০২১ | আপডেট: ১৪:৫৫, ৯ মে ২০২১

Ekushey Television Ltd.

বিশ্ব মা দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে দুঃস্থ মায়েদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা শিকদারের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম প্রমুখ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- শাড়ি, চাল, ডাল, তেল, সেমাই ও চিনি। 

মা দিবসের আলোচনায় ইউএনও রুম্পা শিকদার বলেন, একমাত্র মা হচ্ছেন যিনি শত দুঃখ কষ্টে, বিপদের মাঝেও সন্তানকে ছেড়ে যায় না। মায়ের সাথে আমাদের নাড়ির সম্পর্ক। মা হলেন শক্তির প্রতিরূপ। 

মা দিবসের আলোচনায় বক্তব্য রাখছেন ইউএনও রুম্পা শিকদার

তিনি আরও বলেন, মায়েদের মুখে হাঁসি ফোটানোই প্রতিটি সন্তানের কর্তব্য। সেই মায়েরা যেন সদা হাঁসিখুশি থাকেন, সুস্থ থাকেন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আসুন, আমরা প্রতিটি মা ও বাবার প্রতি আরও যত্নশীল হই।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি