ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪২, ১০ মে ২০২১

Ekushey Television Ltd.

বরগুনার পাথরঘাটায় জয়নাল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরশহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে এ ঘটনা ঘটে। 

জয়নাল পাথরঘাটা পৌরসভার পাম্প অপারেটর হিসেবে চাকরি করতেন। তিনি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মো. তানজের আলীর‌ ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরঘাটা পৌরসভার শেখ রাসেল স্কয়ার সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে জেনারেটরের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন জয়নাল। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন জানান, পৌরসভার পক্ষ থেকে জয়নালের দাফন সম্পন্ন করা হবে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি