ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অসহায়দের পাশে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ১০ মে ২০২১

ঢাকার দোহারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ। 

সোমবার (১০ মে) সকালে দোহার উপজেলা ও পৌরসভার আড়াই শতাধিক মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, নুডুস, বিস্কুট, দুধ ও মুরগী।

সংগঠনের দোহার উপজেলার সভাপতি শেখ সাগর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। 

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফ।

এছাড়া সংগঠনটির উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ, রায়হান, দপ্তর সম্পাদক আহসান হাবীব, দোহার পৌরসভার সভাপতি শের আলী, সহ-সভাপতি সাব্বির মাদবর, সাধারণ সম্পাদক শাহিন মাহমুদ, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, আনিসা আক্তার আশা, উপজেলার সদস্য আসিফ, প্রান্ত ভূইয়া এবং মাহমুদপুর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুজ্জামান মোড়লসহ সংগঠনটির উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।  
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি