ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোলায় সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ১০ মে ২০২১

Ekushey Television Ltd.

ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় করোনার কারণে কর্মহীন ৪ হাজার ৬২১ জন দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে প্রায় ২০ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। 

সোমবার (১০ মে) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত ওই অর্থ দরিদ্রদের হাতে তুলে দেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।
 
অর্থ বিতরণকালে আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের আপামর মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এ করোনাকালে তিনি আদর্শ রাষ্ট্রনায়কের মত সামগ্রিক পরিস্থিতি সামাল দিচ্ছেন। 

এ সময় তিনি উপস্থিত সকলের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করার আহবান জানান। 

বিতরণ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান প্রমুখ। এ সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি