ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আলমসাধুর ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ১০ মে ২০২১ | আপডেট: ১৫:৫৩, ১০ মে ২০২১

চুয়াডাঙ্গার আলমসাধুর ধাক্কায় সাদিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া সদর উপজেলার গাইদঘাট গ্রামের সবুজ হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদ উদযাপন করতে সাদিয়া আক্তার নানাবাড়ি পীরপুর গ্রামে আসে। আজ সকালে নানীর সাথে পাশের বাড়িতে বেড়াতে যায়। এ সময় সাদিয়া রাস্তা পার হতে গেলে পিছন থেকে আলমসাধু ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, দুপুরে কয়েকজন ব্যক্তি একটি শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসে। আমরা জরুরি বিভাগে শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি