ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৯, ১০ মে ২০২১

Ekushey Television Ltd.

“ঈদ আনন্দ হউক সবার” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় রসুলপুর মানব কল্যান যুব সংঘের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার সকালে নবীনগর উপজেলার রসুলপুর গ্রামে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. নোয়ার মোল্লা, সমাজসেবক রমজান আলী সর্দার, নাসির মোল্লা। 

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে মুফতি আসরাফুল ইসলাম বিল্লাল, জাফর আলী মোল্লাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংগঠনটির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। পরে অতিথিবৃন্দ ৩ শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে দুধ, সেমাই, চিনি, পেঁয়াজসহ নানা উপকরণ। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি