ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

বগুড়ায় দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্রসামগ্রী বিতরণ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ১১ মে ২০২১

কেভিড-১৯ ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সেনা প্রধানের নির্দেশে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ১১ পদাতিক ডিভিশন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়ার শাজহানপুর উপজেলার বীরগ্রাম মাদ্রাসা মাঠে ২৫০টি কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম বাহাউদ্দিন।

বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তৈল, আটা, ছোলা, লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এসময় ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম বাহাউদ্দিন বলেন, করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সেনা সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের করোনা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত বগুড়ায় ১১ পদাতিক ডিভিশনের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি