ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পুটখালী সীমান্ত থেকে ৫টি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪২, ১১ মে ২০২১ | আপডেট: ১৭:৪৯, ১১ মে ২০২১

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে পাঁচটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী এলাকার অভয়বাস নামক স্থান থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র চালান এনে অভয়বাস নামক স্থানে অপেক্ষা করছে।

এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে এ চালানটি আটক করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায় বলে বিজিবি জানায়। উদ্ধারকৃত অস্ত্রের চালানটি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে সুবেদার মিজানুর রহমান জানান। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি